ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে জব্দ ‘টপ সিক্রেট’ বেশ কিছু তথ্য
- আপডেট সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে অতি গোপনীয় বেশ কিছু নথিপত্র জব্দ করেছে এফবিআই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জব্দ করা ১১ সেট নথির মধ্যে ছিল ‘টপ সিক্রেট’ বলে চিহ্নিত বেশ কিছু তথ্য। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’।
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে ফৌজদারি তদন্তে তল্লাশি চালানো হলো। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভুল কিছু করেননি। নথিগুলো গোপনীয় নয়, বরং প্রকাশ করাও নিরাপদ। ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া বেশকিছু নথির তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে একজন বিচারক একটি সাত পৃষ্ঠার নথি প্রকাশ করেন। এতে ট্রাম্পের পামবিচের বাসভবন- মার-আ-লাগোতে অনুসন্ধানে অনুমোদনের পরোয়ানা অন্তর্ভুক্ত ছিল। এই নথিতে রয়েছে গত সোমবার ২০টিরও বেশি বাক্স ট্রাম্পের বাড়িতে আনার তথ্য। ট্রাম্পের বিরুদ্ধে স্পর্শকাতর তথ্য রাখার অভিযোগের প্রেক্ষিতেই তল্লাশি চালিয়েছে এফবিআই।