এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা
- আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আসন্ন এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড… বিসিবি। তিন বছর পর দলে ফিরলেন সাব্বির রহমান। আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক থাকবেন সাকিব।
রাজধানীর গুলশানে বিসিবি সভাপতির কার্যালয়ে, সাকিব আল হাসান ও কর্মকর্তারা বৈঠক করেন। পরে, এশিয়া কাপের দল ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। সাকিব তার ভুল বুঝতে পেরেছেন বলেও জানানো হয়। জিম্বাবুয়ে সিরিজে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়লেও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তারা। ইনজুরি আক্রান্ত সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। তবে, তার দলে থাকা নিশ্চিত হবে ২১ আগস্ট মেডিকেল রিপোর্টের পর।