নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত। ভোরে সদর উপজেলার পঞ্চবটি মেথর খোলা এলাকায় এঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক মো.মহসিন জানান, শেরপুর থেকে চাকরীর উদ্দেশ্যে মুন্সিগঞ্জ যাওয়ার পথে পঞ্চবটি মেথর খোলা এলাকায় তার পথ গতিরোধ তাকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের কবলে পড়ে তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইফুল শেরপুর জেলার গাজী থামরে মোতাশের হুসাইনের ছেলে।