সালমান রুশদির ওপর হামলার ঘটনায় আটক হাদি মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনায় আটক হাদি মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। আটক সন্দেহভাজন হামলাকারী হাদি মাতারকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে হামলার দায় স্বীকার করেননি তিনি। বিচার চলাকালীন জামিন পাবেন না ২৪ বছর বয়সী হাদি। হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে তদন্ত করছে পুলিশ। জানা গেছে, নিউ জার্সির বাসিন্দা হাদি লেবানন বংশোদ্ভূত। দেশটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে হাদি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল কিনা তা জানা যায়নি। দুর্বৃতের হামলায় আহত বিতর্কিত লেখক সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খুলে নেয়া হয়েছে ভেন্টিলেটর। কথাও বলতে পারছেন ৭৫ বছর বয়সী লেখক। তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার নিউইয়র্কে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালমান। বর্তমানে রয়েছেন ভেন্টিলেশনে। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তার স্যাটানিক ভার্সেস উপন্যাস। যে উপন্যাসে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার অভিযোগ ওঠে। এরপরই তার মৃত্যু পরোয়ানা জারি করেছিল ইরান।