উত্তরায় গার্ডার-চাপায় ৫ জন নিহতের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারে বিআরটি’র গার্ডার-চাপায় ৫ জন নিহতের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে বেঁচে যাওয়া নবদম্পতি- হৃদয় ও রিয়ামণি ক্ষণে ক্ষণেই কেঁদে উঠছেন। তাদের উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক আলম মাসুদ জানান, হৃদয়ের ডান পায়ে সামান্য আঘাত রয়েছে। রিয়ামণি অক্ষত আছেন। তবে তাদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। সোমবার বিকেলে উত্তরা জসীমউদ্দীন মোড়সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচ আরোহী নিহত হন। বেঁচে যান হৃদয় ও রিয়া। প্রাইভেটকারের আরোহী নববিবাহিত হৃদয়ের বাবা রুবেল, শাশুড়ি ফাহিমা ও তার বোন ঝরনা এবং ঝরনার দুই শিশু সন্তান- জান্নাত ও জাকারিয়া ঘটনাস্থলেই নিহত হন।
ঢাকার উত্তরায় গার্ডার চাপা পড়ে নিহত পাঁচজনের মধ্যে চারজনেরই বাড়ি জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায়। নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
ইসলামপুরের ফাহিমা তার মেয়ে রিয়ামনির বিয়েতে অংশ নিতে বোন ঝর্ণা ও তার দুই শিশু সন্তান নিয়ে ঢাকায় আসেন। বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ফাহিমা, ঝর্না ও তার দুই শিশু সন্তান- জান্নাত ও জাকারিয়াসহ জামালপুরের চারজন নিহত হন। তবে মরদেহগুলো এখনো জামালপুর পৌঁছেনি। ঢাকায় ময়না তদন্ত শেষে বিকেল নাগাদ মরদেহগুলো জামালপুরে নিয়ে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।