ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের সাথে ১-১ গোলে ড্র করেছে অলরেডরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দু’দল। গুটিকয়েক আক্রমণ করেও ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় লিভারপুল। ম্যাচের ৩২ মিনিটে উল্টো এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। গোল করেন উইলফ্রেদ জাহার। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেস্টায় মরিয়া লিভারপুল। ৫৭ মিনিটে লাল কার্ড দেখেন নুনেস, দশজনের দলে পরিণত হয় লিভারপুল। ৬১ মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। এরপর অনেক সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় অলরেডরা। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।