গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল জারি

- আপডেট সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গণশুনানি না করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেয়। রিটকারী আইনজীবীরা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে এনার্জি রেগুলেটরি কমিশন বেআইনি কাজ করেছে। গণশুনানি করে মুল্যবৃদ্ধি, আইনে থাকলেও সরকার এই প্রক্রিয়া ছাড়াই দাম বাড়িয়েছে। গত ৮ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট করেন। রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট প্রত্যাহার করে নিতে বলা হয়। গেলো ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে জ্বালানি মন্ত্রণালয়।