বুধবার থেকে টেস্ট মিশনে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বুধবার থেকে টেস্ট মিশনে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। লর্ডসে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। টেস্ট চ্যাম্পিয়নশীপের সপ্তম স্থানে ইংল্যান্ড।
তবে সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেটে দারুন ফর্মে তারা। শেষ চার টেস্টের সবকটিতেই জয় পেয়েছে বেন স্টোকসের দল। শেষ সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। তাই ঘরের মাঠে আরও এক সিরিজে আত্মবিশ্বাসী রুট-বেন স্টোকসরা। যদিও সম্প্রতি এই প্রোটিয়াদের বিপক্ষেই টি-টুয়েন্টি সিরিজ হেরেছে ইংলিশরা। অন্যদিকে, বিপরীতে মেরুতে অবস্থান দক্ষিণ আফ্রিকার, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে শীর্ষে দলটি। আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টেস্ট সিরিজে ভালো কিছুর প্রত্যাশায় প্রোটিয়ারা। টেস্টে দু’দলের ১৫৩ বারের দেখায় ৬৪ জয়ে এগিয়ে ইংল্যান্ড।