সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
এক দিনের আর্ন্তজাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের শেষ দুই ওয়ানডে সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে ক্যারিবিয়দের। বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া একই ব্যবধানে ভারতের কাছেও ধরাশয়ী হয়েছে তারা। এ ম্যাচ জিতে সিরিজের ভালো শুরু করতে মরিয়া ক্যারিবিয় শিবির। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও জয়ের ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড। দারুন ফর্মে রয়েছেন কিউই ব্যাটার মার্টিন গাপটিল, ডেরেল মিচেল ও গ্লেন ফিলিপসরা। এ ম্যাচ জিতে সিরিজে শুভ সূচনা করতে চায় নিউজিল্যান্ড।