ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গতরাতে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের ধারনা, কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই তিন যাত্রী নিহত হন। পরে ঘাতক গাড়িটি রেখে পালিয়ে যায় চালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তারা ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী ছিল।