অতিরিক্ত দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ঝিনাইদহ ও পটুয়াখালীতে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
অতিরিক্ত দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ঝিনাইদহ ও পটুয়াখালীতে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, হাটের রাস্তাসহ বিভিন্ন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশিতে ডিম ও তেল বিক্রির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৬টি দোকানে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে পটুয়াখালীতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।