দুর্ঘটনার পর ক্রেন চালকের ড্রাইভিং লাইসেন্স ও সরকারি অনুমোদন নিয়ে প্রশ্ন !
- আপডেট সময় : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনার দিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারি রাকিব হোসেন। আর ওই লাইসেন্সবিহীন সহকারির কোন অনুমতিও ছিল না বলে জানিয়েছে রেব। এমনকি চালক আলামিনও ক্রেন চালানোর বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ক্রেন চালক ও সহকারিসহ ১০ জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে রেব।
১৫ আগস্ট রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। এই ঘটনার পর ক্রেন চালকের ড্রাইভিং লাইসেন্স ও সরকারি অনুমোদন নিয়ে প্রশ্ন উঠে। ঘটনার পর থেকেই চালক ছিল পলাতক।
অবশেষে বুধবার রেবের হাতে গ্রেপ্তার হন ক্রেন চালক আল আমিন হোসেন হৃদয়। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলেনে সংস্থাটি জানায়, তার ক্রেন চালানোর বৈধ কাগজপত্র নেই।
তদন্ত কমিটি চিনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দিলেও, তাদের উধ্বর্তন কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়টি পরিষ্কার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ক্রেনের ফিটনেস মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এছাড়া, গার্ডারটি তোলার মতো সক্ষমতাও ছিল না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।