ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐহিত্যবাহী ঝাপান খেলা
- আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐহিত্যবাহী ঝাপান খেলা। মনষা পুজা উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলা শহরের আদিবাসি পাড়ায় আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। যা দেখতে সেখানে ভীড় করে শত শত মানুষ।
বাদ্যের তালে তালে হাড়ি থেকে বেড়িয়ে আসে ভয়ংকর গোখরা সাপ। উপস্থিত শত শত দর্শকের করতালি একটুও বিচলিত করতে পারে না ফণা তোলা বিষধর সাপটিকে। সাপুড়ের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেয়ার খেলা নয় বরং আজ মর্যাদার লড়াই।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে নিজেকে সেরা প্রমাণ করতে সাপুড়ে প্রদর্শণ করে আকর্ষণীয় কসরত। ঢাক আর ঢোলের বাজনার তালে তালে নেচে গেয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন তারা। আর এ দুর্লভ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
মানুষকে আনন্দ দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে খেলা করেন সাপুড়েরা। ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে সরকারের সহযোগীতা চান তারা।
এ ধরনের উৎসব শুধু খেলার মধ্যেই সীমাবন্ধ নয়। নতুন প্রজন্মের মাঝে বাঙালী ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।
দিনভর প্রতিযোগিতায় ঝিনাইদহ, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ৭টি সাপুড়ে দল অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় শৈলকুপার সবুজ সাপুড়ে।