এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান
- আপডেট সময় : ০৯:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো সফরকারীরা।
রটারডামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। ৮ রানে হারায় ৩ উইকেট। পরে আসা-যাওয়ার মিছিলে ৪৪ ওভার ১ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। সর্বোচ্চ ৮৯ রান করেন বাস ডি লিড। ৬৬ রান আসে টম কুপারের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে ১১ রানে দুই ওপেনার- ফখর জামান ও ইমাম-উল হককে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তবে বাবর আজমের ৫৭, আর পরে মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমানের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় সফরকারীরা। রিজওয়ান আর সালমান গড়েন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি। রিজওয়ান ৬৯, আর আঘা ৫০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ নওয়াজ।
এদিকে, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ব্রীজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
টি-টুয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। ৮ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতে দারুন উজ্জীবিত ক্যারিবীয় শিবির। দারুন ফর্মে ক্যারিবীয় বোলার আকিল হোসেন ও আলজেরি জোসেফরা। তাই এ ম্যাচেও বোলারদের উপরই ভরসা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া শেষ ম্যাচে দারুন ব্যাটিং নৈপুন্য দেখিয়েছেন শামারাহ ব্রুকস ও শাই হোপরাও। তাই এক হাত রেখেই সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। তাই সিরিজে টিকে থাকার ম্যাচে রানে ফিরবে ব্যাটাররা– এমন আশা নিয়েই মাঠে নামবে কিউইরা।