কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত
- আপডেট সময় : ০৬:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। দুপুরে উপজেলার বাংগরা বাজার এলখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হোসনেয়ারা বেগম ও তার ছেলে তারা মিয়া এবং নাতি রিফাত হোসেন।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগ্নে রিফাত হোসেন বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে-আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগ্নেকে উদ্ধারের জন্য তারা মিয়া এগিয়ে গেলে সেও বিদ্যুতের তারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঝালকাঠির রাজাপুরের এসি বিস্ফোরণে গ্যাসের বিষক্রিয়ায় মোহাম্মদ ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগম মারা গেছে। এ ঘটনায় নিহত ফোরকানের ছেলে মাঈনুলসহ ২ আত্মীয় আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে স্থানীয়রা।
কুষ্টিয়ার কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলের বয়লার মেশিনের উপর থেকে নিচে পড়ে নাইম হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে দিকে কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাথায় গাছের ডাল পড়ে রুবেল শিকদার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঘোষিয়াখালী গ্রামে নানা বাড়ির পাশে বাবুল মৃধার বাড়িতে গাছ কাটার সময় এই দূর্ঘটনা ঘটে।