ইউক্রেনকে আরও ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা আমেরিকার
- আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আরও ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। কিয়েভকে ওয়াশিংটন এবার যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে হিমার্স রকেট লঞ্চার, মিসাইল, কামান এবং মাইন পরিস্কার করার যন্ত্র।
এবারের সহায়তায় থাকবে কয়েক ডজন গোয়েন্দা ড্রোন। এ ছাড়া দূরপাল্লার অত্যাধুনিক হাউইটজার কামান এবং গোলাবারুদ থাকবে এবারের সহায়তায়। যেসব ড্রোন দেয়া হবে সেগুলো অত্যাধুনিক ও অত্যাধিক চাপ বহনে সক্ষম। এই নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ৯ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। রুশ সেনাদের শক্তি দুর্বল করে দেয়ার বিষয়টি নিয়ে এখন কাজ করছে আমেরিকা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯তম প্যাকেজে ইউক্রেন বাহিনী মিত্রদের সরবরাহকৃত নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে শত্রু লাইনের অনেক পেছনে আঘাত করেছে। জুনের মাঝামাঝি থেকে কয়েক ডজন রাশিয়ান অস্ত্র ডিপো ও কমান্ড সেন্টার ধ্বংস করেছে।