হাঁটুর ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেলেন শাহিন শাহ আফ্রিদি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপ শুরুর আগে বড় দু:সংবাদ পাকিস্তান ক্রিকেট দলে। হাঁটুর ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেলেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে চোটে পড়েছিলেন তিনি। ইনজুরিতে এক মাস বিশ্রামে থাকলেও চোটের অগ্রগতি হয়নি। আরও ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে। নিশ্চিত করেছে মেডিক্যাল টিম। তাই এশিয়া কাপ তো বটেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও শাহিন আফ্রিদির সার্ভিস পাবে না পাকিস্তান। তবে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অক্টোবরে মাঠে গড়ানো ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন আফ্রিদি।