ইউরোপিয়ান ফুটবলের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলের নিজ নিজ লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি। রাত ২টায় বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদাদ। রাত পৌনে ১টায় লিঁলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
প্রাক মৌসুমে দারুন ফর্মে থাকলেও লিগের শুরুটা ভাল হয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। লিগে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর সাথে ড্র করে মৌসুম শুরু করে কাতালান ক্লাবটি। ফলে লিগ টেবিলে তাদের অবস্থান এখন দশম। তবে, এ ম্যাচ জিতে লিগে জয়ের ধারায় ফিরতে প্রস্তুত জাভি হার্নান্দেজের শিষ্যরা। অন্য দিকে মাঠের খেলার পারফর্মেন্স ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই পিএসজি তারকা নেইমার-এমবাপ্পে দ্বন্দ্ব। এর মাঝেই মাঠে নামবে প্যারিসের ক্লাবটি। লিগে এখনো অপরাজিত তারা। দুই ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতেই। এ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবে মেসে-নেইমাররা।