সিরিজ নির্ধারনী ম্যাচে রাতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিরিজ নির্ধারনী ম্যাচে রাতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে জয়ের ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ জিতে সিরিজে দারুন শুরু করে স্বাগতিকরা। তবে বৃষ্টি আইনে দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে হেরেছে ৫০ রানে। ফলে কিছুটা চাপে ক্যারিবিয় শিবিরে। যদিও বোলারদের দুর্দান্ত ফর্মে কিছুটা স্বস্তিতে রাখবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। জয়ের ধারা বজায় রেখে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিউইরা।