শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হলেন সাইকেল আরোহী বাবা-ছেলে
- আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ট্রাক উল্টে দু’জন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে তিনজন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দু’জন এবং শেরপুরে বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
খাগড়াছড়ির গুইমারার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াছ। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে কাঠ বোঝাই ট্রাকটি তৈকর্মা টার্নিংয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালের সাথে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বরিশালের বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামের কাঠেরপোলে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। শেরপুরের নকলায় বাইসাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।