সিরাজদিখানে ট্রলার ডুবির ঘটনার ৪০ ঘন্টার পর নিখোঁজ সেলিমের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ৪০ ঘন্টার পর সেলিম নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বিকালে সিরাজদিখানের তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানায় সেলিম পানিতে ডুবে যায়।
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে নিখোঁজ আপন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, প্রাইভেট পড়া শেষে বন্ধুদের সাথে ফুটবল খেলে নদীতে গোসল করতে নামে আপন। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয় সে। পরে নিখোঁজের বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হলে নদীতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।