টাকা ছাড়া কোন ফাইল সরেনা সাদুল্যাপুর উপজেলা হিসাব রক্ষন অফিসে
- আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
টাকা ছাড়া কোন কাজেই মেলেনা, গাইবান্ধায় সাদুল্যাপুর উপজেলা হিসাব রক্ষন অফিসে। বেশ কিছুদিন থেকে এমন অভিযোগে ফুসে উঠেছে শিক্ষকসহ স্থানীয়রা। অভিযোগ রয়েছে, উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মকতা শরিফুল ইসলাম অনৈতিক সুবিধা ছাড়া কোন কাজেই করেন না।
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলা টুনির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহামুদা খাতুন ২০২০ সালে অবসরে যান। এর পর বিভিন্ন দপ্তরে ঘুরে তার পেনশন ফাইল পৌছায় সাদুল্যাপুর হিসাব রক্ষন অফিসে । কিন্তু সেখানে দিনের পর দিন ঘুরেও মিলছেন না কোন সমাধান।
তার মত এ্কই অবস্থা মনদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতলুবর রহমানসহ অনেকের। ভুক্তভোগীরা জানান, অর্থ ছাড়া কোন ফাইল ছাড়া হয় না এখানে।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নিদোর্ষ দাবী করেন অভিযুক্ত উপজেলা হিসাব রক্ষক শরিফুল ইসলাম।
এদিকে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে শিক্ষকরা ইতিমধ্যই মহা -হিসাব নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দেন। এমন পরিস্থিতিতে রংপুর থেকে তিন সদস্যসের তদন্ত কমিটি আসেন অভিযোগ তদন্তে।
দুর্নীতিবাজ এই কর্মকতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।