নিম্নমানের কাজে ভেঙ্গে পড়েছে পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নিম্নমানের কাজে ভেঙ্গে পড়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল। হেলে পড়েছে মূল ভবনও। এনিয়ে চরম আছে ঝুঁকিতে আছে ছাত্রাবাসে আশপাশে বসবাসকারীরা।
পানছড়ি বাজার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রবাসের পিছনের দেয়ালটি ধসে পড়েছে। হালকা হেলেছে মূল ভবনটিও। তাই যে কোন মুহুর্তে ভবনটি ধসে পড়ার আংশকা করছেন স্থানীয়রা। ভবন ও এলাকাবাসীকে রক্ষায় দ্রুত পদক্ষেপ চান এলাকার লোকজন।
বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে জানিয়ে,জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
নিম্ন মানে কাঁচা মাল ব্যবহার করে নির্মাণ কাজ করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।