নির্বাচন কমিশন গঠনে কোন ব্যক্তি কার কার নাম প্রস্তাব করেছে : তথ্য জানতে হাইকোর্টের রুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে কোন ব্যক্তি কার কার নাম প্রস্তাব করেছে, সেই তথ্য জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিষয়টি প্রকাশে তথ্য কমিশনের নারাজি কেন অবৈধ নয়, সেই ব্যাখ্যা চেয়েছে উচ্চ আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এ রুল জারি করেন। রুলে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য কোনো দল বা ব্যক্তি কে কার নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছেন, সে তথ্যাদি না দেওয়া সংক্রান্ত তথ্য কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চায় উচ্চ আদালত। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ ৪ বিশিষ্টজনের করা রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় হাইকোর্ট।