কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তানি সেনাবাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তানি সেনাবাহিনী। কাতারের পক্ষ থেকে এ বিষয়ে সহায়তা চাওয়ার পর একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেয় পাকিস্তানের সামরিক বাহিনী।
চলতি বছরের ২০ নভেম্বর কাতারে বসবে টুর্নামেন্টটির ২২তম আসর। ফুটবল মহাযজ্ঞে নিরাপত্তা দেবে পাকিস্তান। সেই লক্ষ্যে কাতার ও পাকিস্তানের মধ্যে সমঝোতার খসড়া অনুমোদন দেয় পাকিস্তানের মন্ত্রিসভা। এদিকে, কাতার সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্বকাপ ফুটবল আয়োজকরা। এক্ষেত্রে কাতার সরকারের মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেয়নি তারা।