অস্থির ডলার বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৩:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অস্থির ডলার বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে ১০ থেকে ১২ টাকা কমে, এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর ব্যাংকিং চ্যানেলে বেচাকেনা চলছে ৯৫ থেকে ৯৬ টাকায়। সংশ্লিষ্টদের আশা, আরও কমবে ডলারের দাম। এতে মাথায় হাত পড়েছে মজুদকারীদের। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউসের ওপর কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মহাসংকটে বৈশ্বিক অর্থনীতি। এরমধ্যে কমে আসে দেশের রেমিট্যান্সের প্রবাহ। ফলে টাকার বিপরীতে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় দাঁড়ায়। বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করেও বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।
ডলার বাজারে কঠোর নজরদারি, ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর ধীরে ধীরে বাজার স্থিতিশীল হয়ে আসছে।
এরই মধ্যে, ১২০ টাকা থেকে নেমে এখন খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৮ টাকা থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। শিগগির আরও কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দাম কমায় বাজারে ডলার বিক্রেতা নেই। দু’একজন বিক্রি করতে আসলেও, তারা কথা বলতে নারাজ। তবে দাম কমায়, খুশী ক্রেতারা।
বাজার ম্যানুপুলেশন করে অধিক মুনাফাকারী ব্যাংক ও মানি এক্সচেঞ্জ গুলোকে নজরদারিতে আনায় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় কমছে ডলারের দাম বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
পরিস্থিতি অনুকুলে আনতে মানি এক্সচেঞ্জ হাউসের ব্যাংক হিসেব তলব করা হবে বলে জানান সিরাজুল ইসলাম।