গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন সুবর্ণচরের কৃষকরা
- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। কম খরচে অধিক ফলন এবং ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন তারা। এমন সফলতায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষক। চাষীদের পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সুবর্ণচরে লবনাক্ততা আর বর্ষাকালে পানির কারনে পতিত জমিতে মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে এ তরমুজ। এর বৈশিষ্ট্য হচ্ছে উপরে সবুজ আর ভেতরে হলুদ ও লাল। দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। অসময়ে এ তরমুজের বাজার দরও থাকে চড়া।
গেল বছর এ অঞ্চলে প্রথম গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন ৫ জন কৃষক। এ বছর করেন ২৭জন। সফলতা দেখে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন এ তরমুজ চাষে।
এ তরমুজ চাষে হেক্টর প্রতি খরচ হয় ৮০ হাজার টাকা। তরমুজ বিক্রি হয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত। স্থানীয় বাজারে প্রতি কেজি তরমুজ পাইকারী বিক্রি হয় ৭০ টাকায় আর খুচরা ৯০/১০০ টাকায়। কৃষি কর্মকর্তা বলেন, চাহিদা সম্পন্ন অধিক বাজার মূল্যের ফসল উৎপাদন করে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
গেল বছর সুবর্ণচর উপজেলায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছে দেড় হেক্টর জমিতে। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হেক্টরে।