এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে বাংলাদেশ : বৃহস্পতিবার থেকে অনুশীলন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
এশিয়া কাপে অংশ নিতে এখন আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হোটেলেই জিম সেশন করেছেন ক্রিকেটাররা। কাল থেকে অনুশীলনে নামবে সাকিব-মুশফিকরা।
ভিসা জটিলতায় এক দিন পর আরব আমিরাতে যাচ্ছেন এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগষ্ট আফগানিস্তানের বিপক্ষে। এবার হেড কোচ ছাড়াই এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নিতে গেছে বাংলাদেশ। রাসেল ডোমিঙ্গকে টি-টুয়েন্টি থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আপাতত জেমি সিডন্সই দেখভাল করবেন টি-টুয়েন্টি দল। ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রীধরন শ্রীরাম। এদিকে, শিরোপা নয়, এশিয়া কাপে ভালো খেলার প্রত্যাশা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।