কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ওল্ড ট্রাফোর্ডে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। প্রথম টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
লর্ডস টেস্টে ইনিংস ব্যবধানে জিতে উড়তে থাকা ইংলিশদের মাটিতে নামায় প্রোটিয়ারা। এবার সিরিজ জয়ের মিশন। জয়ের ধারা ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা প্রবল দক্ষিণ আফ্রিকার। বিপরীতে ঘুরে দাঁড়ানোর মিশন ইংল্যান্ডের। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের সামনে। শেষ ম্যাচে হারলেও অতীত পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ইংল্যান্ডকে। ১৫৪ দেখায় ৬৪ জয়ে এগিয়ে ইংল্যান্ড। ৫৫ ড্রয়ের বিপরীতে বাকি ৩৫ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা।