সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছে হাইকোর্ট।
সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে এ রায় দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ। তবে, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। আইনের চোখে সবাই সমান- এমন মত দিয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর জারি করা ওই প্রজ্ঞাপন বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।