দুই মাস পর শিমুলিয়া-মাঝিরকান্দি ও মাদারীপুরের-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু
- আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পদ্মা সেতু চালুর দুই মাস পর মুন্সীগঞ্জের শিমুলিয়া হয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ও মাদারীপুরের বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। যাত্রী সংকটে বন্ধ হয়ে গেলেও আশপাশের মানুষের সুবিধার্থে ফের চালু হলো এই রুট।
পদ্মা সেতু খুলে দেয়ার পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। টানা দুই মাস বন্ধ থাকায় ঘাট এলাকায় বিরাজ করে পুরো অচলাবস্থা। কম দূরত্বের যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ঘাটকে ঘিরে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত রাখতে বিআইডব্লিউটিএ এই উদ্যোগ নেয়। শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব ইজারাদাররা একমত হয়েছেন। শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৪০ স্পিডবোট চলাচল করবে।