যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের শিক্ষার্থীদের ২০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেয়া ঋণের ২০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছেন।
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বাইডেন আরো বলেন, নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। এ সুবিধা তারাই পাবেন, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম। তিনি আরো বলেন, ছাত্রদের ঋণ পরিশোধের ওপর স্থগিতাদেশ বাড়িয়েছে তার প্রশাসন। এ বছরের শেষ পর্যন্ত এটি কার্যকর থাকবে। তিনি বলেন, এতে ঋণের বোঝায় চাপা পড়া শিক্ষার্থীদের দম ফেলার জায়গা তৈরি হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা অধিদপ্তর বলছে, ঋণ মওকুফের সিদ্ধান্ত ৪০ লাখ শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে পাবেন। বাকি যারা এ সুবিধা পেতে চান, তাদের আবেদন করতে হবে।