চার বছর পর মাঠে গড়াছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই
- আপডেট সময় : ০২:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
রাতে পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৫ তম আসরের। প্রথম দিন মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপ আর শ্রীলঙ্কার বৈচিত্র্যময় স্কোয়াড দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
অপেক্ষার পালা শেষ। চার বছর পর মাঠে গড়াছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ১৬ দিন ব্যাপি এই টুর্নামেন্ট চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। দুই গ্রুপে মোট ছয়টি দল অংশ নেবে এবারের আসরে।
প্রথম দিনে মাঠে নামছে শ্রীলংকা ও আফগানিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এর আগে মাত্র একবার মুখোমুখি হয় দু-দল। যেখানে সহজ জয় ছিলো লংকানরা।
আয়োজক হয়েও ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ পোড়াবে শ্রীলংকাকে। হোম এডভান্টেজ না পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী লংকান অধিনায়ক।
তবে সময়ের সাথে আফগানদের খেলার ধরণ বদলেছে। ম্যাচও জিতছে আজকাল। ফলে প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। স্পিন নির্ভরতা কাটিয়ে ভালো করছে আফগান পেসাররাও। তাদের দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে।
সম্প্রতি সময়ে টি-টুয়েন্টি ক্রিকেটে ভালো সময় যাচ্ছে দু-দলের। আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে এশিয়া কাপে জায়গা করে নিয়েছে আফগানরা। তবে নিজেদের শেষ ৫ ম্যাচে শ্রীলংকার জয় মাত্র একটি ম্যাচে। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া দুই দলই।