টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
দুপুরে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ আলোচনা সভায় হঠাৎ ছাত্রলীগ হামলা করে। এতে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। আগুন দেয়া হয় মোটরসাইকেল, পিকআপ ও ৪ টি বাসে। কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।