চাঁদে আবারও মানুষ পাঠাতে যাচ্ছে নাসা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চাঁদে আবারও মানুষ পাঠাতে যাচ্ছে নাসা। কাল থেকে সে অভিযান শুরু হচ্ছে। ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে মহাশূন্যের উদ্দেশে রওনা দেবে আর্টেমিস-ওয়ান।
৪২ দিনের জন্য মহাশূন্যে যাবে নাসার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী রকেট। এর সাফল্যের পথ ধরেই, ৫ দশকের বেশি সময় পর, আবার চাঁদের বুকে পদচিহ্ন আঁকবে মানুষ। তিন ধাপের মিশনের প্রথমটি যাচ্ছে মনুষ্যবিহীন। চাঁদকে প্রদক্ষিণ শেষে, ৪২ দিন পর ফিরে আসবে পৃথিবীতে। সফল হলে, তৃতীয় ধাপে চাঁদের বুকে নামবে মানুষ। উচ্চাভিলাষী প্রকল্পের জন্য বিশেষ ব্যবস্থাপনায় তৈরি হয়েছে, ৩২২ ফুট লম্বা মেগা রকেট। ৯৩ বিলিয়ন ডলারের বিশাল বাজেটের এই প্রকল্পের সাফল্যের দিকে নজর সবার।