ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে টটেনহাম ও ওয়েস্ট হাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে টটেনহাম ও ওয়েস্ট হাম। নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে স্পার্সরা। অ্যাস্টন ভিলার বিপক্ষে ওয়েস্ট হামের জয় ১-০ গোলে।
উলভারহাম্পটন আর নিউক্যাসলের ম্যাচ হয়েছে ১-১ গোলে ড্র। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের ৫ মিনিটে লিড নেয় টটেনহাম। হ্যারি কেইন এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও এক গোল দিয়েছেন কেইন। ৮১ মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন ইংলিশ ফরোয়ার্ড। মাঝে হ্যারি কেইন পেনাল্টি মিস না করলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো টটেনহামের। হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছেন কেইন। এ নিয়ে চলিত আসরে তৃতীয় জয় পেয়েছে স্পার্সরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে আর্সেনাল। তালিকার দুইয়ে মান সিটি।