এশিয়া কাপের মিশনে রাতে মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
এশিয়া কাপের মিশনে রাতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। শারজায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ জিতে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে আফাগানিস্তান। আর টি-টুয়েন্টি ক্রিকেটে দলের পারফমেন্স আশানুরুপ না হলেও সাকিব আল হাসানের হাত ধরে নতুন করে শুরুর অপেক্ষায় বাংলাদেশ।
ওয়ানডেতে যেমন ধারাবাহিক, সংক্ষিপ্ত ফরম্যাটে যেন দেখা যায় অচেনা এক বাংলাদেশ দলকে। তবে এশিয়া কাপের আগেই দলকে নতুন করে সাজাতে নানা পরিকল্পনা বিসিবির। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসানের হাত ধরে নতুন স্বপ্ন পাড়ি দিতে প্রস্তুত বাংলাদেশ।
দুর্দান্ত জয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। টি-টুয়েন্টিতে দুই দলের মুখোমুখিতে এগিয়ে আফগানিস্তানই। এর আগে ৮ দেখায় ৫ জয় আফগানদের আর তিনটিতে জয় টাইগারদের। আর এই ম্যাচের আগে আফগানদের ভয়ঙ্কর দল হিসেবে আখ্যা দিয়েছেন টাইগারদের টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম।
অনিশ্চয়তার খেলা টি-টয়েন্টি। ব্যবধান গড়ে দিতে পারেন একজন কার্যকারি অলরাউন্ডার। বাংলাদেশ দলেও ব্যবধান গড়ে দেয়ার মত একজন রয়েছে বলে জানান শ্রিরাম। তিনি আর কেও নন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
অন্যদিকে উড়ন্ত সূচনায় দারুণ আত্নবিশ্বাসী আফগানিস্তান। এ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করতে চায় আফগানরা। তবে খেলার ফলাফল নিয়ে চিন্তা না করে মাঠে নিজেদের শতভাগ দিতে চান স্পিনার রশিদ খান।
দীর্ঘদিন ধরেই টাইগারদের মূল সমস্যার নাম ওপেনিং ব্যার্থতা। আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে অতিক্রম করতে হবে ওপেনিংয় চ্যালেঞ্জ। এশিয়া কাপে টাইগারদের দুর্দান্ত শুরুর অপেক্ষায় গোটা দেশ।
এদিকে, আফগানিস্তানের রশিদ খান, মুজিবুর রহমানরা ভীতি ছড়ালেও সাকিব, মেহেদী ও মোসাদ্দেকদের নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবারের ম্যাচে দলগত পার্থক্য আফগানদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন বোর্ড সভাপতি। সঙ্গে প্রতিপক্ষকে হালকাভাবে না নেয়ারও পরামর্শ দিয়েছেন পাপন।