জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে কিয়েভে জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে গতকাল সকালে কিয়েভে পৌঁছান তারা।
১৪ সদস্যের বিশেষজ্ঞ দলের এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রোসি। তিনি গণমাধ্যমকে বলেন, ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে ফের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের কাছ থেকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। পরে অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রিত একটি প্রশাসন বসায় তারা।