ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দূতাবাসের
- আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইরাকে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় থমথমে পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বানের পাশাপাশি প্রয়োজনে যোগাযোগ করতে দূতাবাসের হটলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।
দূতাবাস জানায়, দুদিন আগে ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলে তার অনুসারিরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ লড়াইয়ে প্রাণ হারান অন্তত ২২ জন। হামলা চালানো হয় বাগদাদের গ্রিন জোনে প্রেসিডেন্ট
প্রাসাদে। এ পরিস্থিতিতে মুক্তাদা আল-সদর গতকাল তার সমর্থকদের বিক্ষোভ থামানোর আহ্বান জানান, প্রাণহানির জন্য ক্ষমাও চান। তার ওই আহ্বানের পর বাগদাদে কারফিউ প্রত্যাহার করা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো খারাপ খবর পাওয়া যায়নি। তবে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।