নতুন ব্র্যান্ডে পুড়নো মোড়কের ক্রিকেট
- আপডেট সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে শতভাগ দিয়ে চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। সরল স্বীকারোক্তি অলরাউন্ডার মোসাদ্দেক সৈকতের। ব্যাটিংয়ে আরও ১০-১৫ রান বেশি হলে ফল ভিন্ন হতো বলে মনে করেন তিনি। যদিও এই পিচে ব্যাট করা কঠিন ছিলো বলে দাবি এই অলরাউন্ডারে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, একাদশে তিন পেসার খেলানো, সবই ছিলো পরিকল্পনার অংশ।
এশিয়া কাপকে ঘিরে কত পরিকল্পনাই কতো হাগডাক। নতুন শুরু, আগ্রাসী মানসিকতা, ইতিবাচক ভাবনা, অনেক কিছুর আলোচনা ছিল ম্যাচের আগে। কিন্তু সবই কথার মধ্যে সীমাবদ্ধ। আফগানিস্তানের কাছে হেরে তা আবারও প্রমাণ করলো টিম বাংলাদেশ।
নতুন ব্র্যান্ডে পুড়নোর মোড়কের ক্রিকেট। পুরো ম্যাচে নিজেদের হারিয়ে খুজেছে সাকিব-মুশফিকরা। তারপরও একটা সময় জয়ের সম্ভাবনা তৈরী করেছিলো, কিন্তু শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। হারের কারণে আরও ১০-১৫ রানের আক্ষেপ মোসাদ্দেকের কন্ঠে।
টস জিতে ব্যাটিং নেয়া, একাদশে তিন পেসার খেলানোর সবই ছিলো পরিকল্পনার অংশ। শুধু ম্যাচটাই জেতা হয়নি বাংলাদেশের।
টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত আফগানিস্তানের। দলগত পারফরম্যান্সের ফল পাচ্ছে আগফানরা। সুপোর ফোরেও দিতে চায় কঠিন বার্তা।
টানা দুই জয়ে যেখানে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান সেখানে গ্রুপ পর্ব বিদায়ের শঙ্কা নিয়ে শারজা ছেড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।