বেনাপোলে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ : আহত শ্রমিক নেতা নুর আলমের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
পূর্বশত্রুতার জেরের সংঘর্ষে আহত শ্রমিক নেতা নুর আলম মারা গেছে। গুরুতর আহত হয়ে আরও ৫ জন বিভিন্ন খুলনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার আমড়াখালী গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। নিহতের বড় ভাই শাহ আলম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে একদল যুবক ভুক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ওসি কামাল উদ্দিন ভূঁইয়া জানান, গত ২৮ আগস্ট রাতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারির সময় ৩ জনকে আটক করা হয়। সংঘর্ষের কারণ ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল থানা পুলিশ কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।