নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা নিহত
- আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী নিহত হয়েছে। সংঘর্ষ হয়েছে নেত্রকোনাতেও। অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ সদস্য আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তার জেরেই সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ছোঁড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী শাওন নিহত হয়েছে। পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ সদস্য আহত হয়। দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কের কর্মসূচিতে যোগ দিতে জড়ো হন জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
পুলিশ জানায়, বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর বিএনপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয় ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়।
জামালপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে, নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির’ ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।