তেলের দাম লিটারে ৫ টাকা কমায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৫ পয়সা কমিয়েছে বিআরটিএ
- আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
তেলের দাম লিটারে ৫ টাকা কমায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৫ পয়সা কমিয়েছে বিআরটিএ। আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন এই বাস ভাড়া।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গেলো সন্ধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে। বনানীতে বিআরটিএর সদর দপ্তরে বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। তিনি জানান, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এখন ২ টাকা ১৫ পয়সা।
আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। এদিকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালু হচ্ছে ই-টিকেটিং সিস্টেম।
রাজধানীর বাস কাউন্টারে পজ মেশিন রাখা হবে, এর মাধ্যমে যাত্রীরা টিকেট কেটে গাড়িতে উঠবেন। শিগগিরই নগরীর পাঁচটি রুটে ই-টিকেটিং পরীক্ষা করে তা পুরো ঢাকায় চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ।