এশিয়া কাপের সুপার ফোরে উঠার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সুপার ফোরে উঠার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দু-দলের জন্যই ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার। ডু ওর ডাই ম্যাচে নির্ভার ক্রিকেট খেলার ইঙ্গিত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। এ ম্যাচে দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
আশানুরুপ হয়নি এশিয়া কাপের শুরুটা। আক্রমনাত্নক ক্রিকেট খেলার মনোভবের ধারে কাছেও জেতে পারেনি টাইগাররা। কাজে আসছে না ফেয়ারলেস ক্রিকেট খেলার টোটকা। বল খাচ্ছে কিন্তু আসছে না রান। ফলে পুরো দলের উপর চাপ সৃষ্টি করছে দলের টপ ওর্ডার ব্যাটাররা।
ওপেনিংয়ে বার বার ব্যার্থ বাংলাদেশ। কাটছে না নাজেহাল দশা। একের পর এক পরিবর্তন দেখেছে দল।শেষ ৮ টি-টুয়েন্টিতে দেখা গেছে ৬টি নতুন ওপেনিং জুটি। তবু মেলেনি সাফল্য। এ ম্যাচেও দেখা যেতে পারে নতুন ওপেনিং জুটি।
ডু-ওর-ডাই ম্যাচকে সামনে রেখে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট। স্বল্প আলাপনে ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকার উপদেশ দিয়েছেন দলকে।
এদিকে ম্যাচ শুরুর আগেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়ল দু-দল। আফগানিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলকে নিয়ে করা দাসুন শানাকার মন্তব্যের কড়া জবাব দিলেন টিম ডিরেক্ট খালেদ মাহমুদ সুজন।
সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলঙ্কা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি লঙ্কান কোচের।
যে মানসিকতা নিয়ে খেলার কথা ছিল সেটি করতে পরেনি দল। যার প্রভাব দেখা গিয়েছে মাঠের খেলার ফলাফলে।
লংকানদের বিপক্ষে টি-টুয়েন্টি পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। দুই দলের ১২ দেখায় ৮ বার শেষ হাসি হেসেছে শ্রীলংকা। আর চারটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যার্থতা কাটিয়ে এ ম্যাচে জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ। এমন প্রত্যাশা টাইগার ভক্তদের।