হত্যা, নির্যাতন, গুম ও হামলা করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না : হুঁশিয়ারি ফখরুলের
- আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হত্যা-নির্যাতন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে জিয়া হত্যা উদঘাটনে কমিশন গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে পচাত্তরে দৃশ্যপটে আসেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই বছর ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আবির্ভূত হন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল…বিএনপি প্রতিষ্ঠা করেন ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর।
১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে দলের নেতৃত্ব নেন তার স্ত্রী খালেদা জিয়া। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি। এমন বাস্তবতায় দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ক্ষমতায় গেলে জিয়া হত্যা উদঘাটনে কমিশন গঠন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সারাদেশে দলের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানান তিনি। হত্যা, নির্যাতন, গুম ও হামলা করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপি’র একমাত্র শপথ বলেও জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।