বিএনপি সারাদেশে গণ্ডগোলের পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি সারাদেশে গণ্ডগোলের পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপির কর্মসূচি দিন দিন সহিংস হচ্ছে। নারায়ণগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়া বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করছিল। পুলিশ তাদের রাস্তা বন্ধ না করে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে বলে। তারা তা না শুনে রাস্তা বন্ধ করে দেয় এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলা চালিয়ে ভাঙচুর করে পুলিশবক্স। আত্মরক্ষার্থে পুলিশ টিআর গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে বলে জানান তথ্যমন্ত্রী।