সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে একজন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কখনও সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এছাড়াও অনলাইন গ্যাম্বলিং সাইট বেটউইনার পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্টকেও গ্রেফতার করে সংস্থাটি। এদিকে, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এলাকার ত্রাস ও পেশাদার খুনি আক্কাস মিয়াকে গ্রেফতার করেছে রেব।
মামুন ইসলাম। পেশায় গ্রিল ওয়ার্কশপের কর্মচারী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আবার কখনও বাণিজ্য মন্ত্রনালয়ের সহকারী উপসচিব, কখনও প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা আবার কখনও ইঞ্জিনিয়ার।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, প্রতারক মামুন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মেয়ে ও সাধারণ লোকেদের সাথে সম্পর্ক স্থাপন করে অর্থ আত্মসাৎ করতো।
এছাড়াও অনলাইন জুয়ার সাইট পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি।
যাত্রাবাড়ী এলাকার আওয়ামী লীগ নেতা হাবু হত্যা মামলার প্রধান আসামী যুবদল নেতা ফাহিমকে গ্রেফতার করেছে ডিবি।
খুন ও ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস মিয়াকে গ্রেফতার করেছে রেব-৩।
২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১০ বছরে আক্কাস মিয়ার বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, মারামারি, লুটপাট, দাঙ্গা-হাঙ্গামাসহ ১২টি মামলা রয়েছে বলেও জানান,আরিফ মহিউদ্দিন আহমেদ।