টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
প্রথম দেশ হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অজিরা।
নিজ দেশে আয়োজিত বিশ্বকাপ দলে খুব বেশি চমক রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলের গত বিশ্বকাপের খেলোয়াড়রাই প্রাধান্য পেয়েছে স্কোয়াডে। তবে বাদ পড়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন। জায়গা পেয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার টিম ডেভিড। বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলটিই চলতি মাসে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারতে। এরপর দেশে ফিরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অজিরা।