খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র ছেলে-মেয়েসহ ৯ স্বজন ও ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিল
- আপডেট সময় : ০৫:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র ছেলে-মেয়েসহ ৯ স্বজন এবং ৭৩ শিক্ষক নিয়োগ বাতিল করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে ভিসিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের সমর্থক শিক্ষকরা। তারা বলছেন, অনাকাঙ্খিত পরিস্থিতির দায় ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে ২০২০ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫ জন সদস্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেন। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। ইউজিসি’র সদস্যরা গত ২৩শে জানুয়ারি প্রতিবেদন জমা দেন। নিয়োগে অনিয়ম পাওয়ায় ভিসি’র মেয়েসহ ৯ স্বজন এবং ৭৩ শিক্ষক নিয়োগ বাতিল করতে নির্দেশনা দেয় মন্ত্রণালয়।
তবে ইউজিসির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা তথ্যটি সম্পূর্ণ মনগড়া এবং বিশ্ববিদালয় আইনের পরিপন্থি বলে জানালেন রেজিস্ট্রার।
ইউজিসি বলছেন, অধিকাংশ নিয়োগে আইন,বিধি,সংবিধি ও প্রবিধি অনুসরণ করা হয়নি।
ইউজিসির প্রতিবেদনকে অসত্য দাবি করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান শিক্ষক নেতারা।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে বক্তব্য দিতে অস্বীকার জানান।
তদন্ত প্রতিবেদনে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৭৩ জন শিক্ষক,৩০ জন কর্মকর্তা (স্থায়ী ও অস্থায়ী) এবং ২৩১ জন কর্মচারীসহ স্থায়ী ও অস্থায়ী মোট ৩৩৪ জন জনবল রয়েছে।