ছুটির দিনে হাজারো পর্যটকে পদচারণায় মুখর কক্সবাজার
- আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ছুটির দিনে হাজারো পর্যটকে পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। হোটেল-মোটেল গেস্ট-হাউসগুলোর প্রায় সবই এখন বুকিংয়ে ঠাসা।
সকাল থেকে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের ঢল নামে। সাগরের পানিতে গা ভেজানো, বালুকাবেলায় কল্পনার আল্পনা আঁকা এবং সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সব সৌন্দর্য্যকে উপভোগে ব্যস্ত সবাই।
তবে কোথাও কোথাও আবাসিক হোটেল, রেস্তোঁরা এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
পর্যটক হয়রানী রোধে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সবগুলো গুরুত্বপুর্ণ পয়েন্টে ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
সেই সাথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।